প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সামাজিক সচেতনতামূলক ওয়েব সিরিজটিতে গৃহিণীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ওয়েব সিরিজটির নাম ‘অতঃপর জয়া’। এটি পরিচালনা করেছেন আরিফুর রহমান।
প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় নিয়ে তিশা বলেন, ‘ওয়েব সিরিজ আসলে কখনো করা হয়নি। প্রথমবারের মতো করলাম। অবশ্যই ভালো লেগেছে। এই কাজটা সামাজিক সচেতনতার ওপরে। সবকিছু মিলিয়ে ভালো লেগেছে। গল্পটাও ভালো। কাজটাও ভালো হয়েছে। আমার চরিত্রের নাম জয়া। একজন গৃহিণীর চরিত্র। তবে খুবই মজার চরিত্র।’
সিরিজটিতে তিশার সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি বলেন, ‘এর আগে ওর (আরিফুর রহমান) সঙ্গে কাজ করা হয়নি; তবে বেশ উপভোগ করেছি।’ সিরিজটির বাকি অভিনয়শিল্পীদের তালিকায় আছেন আইনুন পুতুল, কাজী নওশাবা আহমেদ, মোস্তফা প্রকাশ প্রমুখ। পরিচালক আরিফুর রহমান বলেন, ‘চার পর্বের এই সিরিজটির প্রতি পর্ব ১০ মিনিট করে। একটি বাড়ির চিলেকোঠায় বাস করা এক দম্পতিকে ঘিরে সিরিজটির গল্প। সচেতনতামূলক হলেও গল্পটি এমনভাবে বলা হয়েছে, যাতে কখনোই মনে না হয় এটা সচেতনতামূলক সিরিজ। একটা নিরীক্ষাধর্মী কাজ করা হয়েছে। কিছুটা থ্রিলার ধাঁচের। সবচেয়ে মজার বিষয় হলো, এই সিরিজের দম্পতির দুই চরিত্র ছাড়া অন্য সবাইর ভূতের চরিত্র বলা যায়। বাকিটা জানতে হলে দেখতে হবে সিরিজটি। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে একটি বিড়ালও আছে।’
ওয়েব সিরিজটি ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) অর্থায়নে উজ্জীবন প্রকল্পের অংশ হিসেবে জনস হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামসের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে। এটি ‘হরর’ অথবা ‘থ্রিলার’ ঘরানার গল্প। সিরিজটি প্রযোজনা করেছে ভূতের রাজা প্রোডাকশন ও গুপি বাঘা প্রোডাকশনস লিমিটেড।