আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ও ইটাখোলা ইউনিয়নের চিনিরকুটি বাজারের, কানিয়াল খাতা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন... বিস্তারিত
বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে এমন একটি সামরিক সহযোগিতা চুক্তি করতে চলেছে, যার ফলে প্রায় দু’হাজার বাংলাদেশি সৈন্য ইয়েমেন সীমান্তে মোতায়েন করা হবে। বাংলাদেশের জন্য এ সামরিক চুক্তির গুরুত্ব কতটা? এর প্রেক্ষাপট বুঝতে হলে একটু পেছন দিকে তাকাতে হবে।
কয়েক বছর আগে সৌদি আরব কয়েকটি ইসলামী দেশকে নিয়ে ‘সন্ত্রাসবিরোধী একটি সামরিক কোয়ালিশন’ গঠন করেছিল এবং সেখানে যোগ দেয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
কিন্তু এই কোয়ালিশন কতটা কাজ করছে, বাংলাদেশ সেখানে যোগ দিয়েছে কিনা এবং দিলেও কোন ধরনের ভূমিকা রাখছে বা রাখবেÑ তা নিয়ে এখন পযর্ন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি। এরপর গত অক্টোবরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ সৌদি আরবের সাথে একটি প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনার কথা জানানো হয়। কিন্তু সেই চুক্তির আওতাও স্পষ্ট করা হয়নি।
তবে এখন বাংলাদেশের সেনাপ্রধানকে বিষয়টি খোলাসা করে বলতে শোনা গেল। আগামী ১৪ই ফেব্রুয়ারি রিয়াদে এই চুক্তিটি সই হবে বলে জানিয়েছেন সৌদি আরব সফররত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। চুক্তিটির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়নের প্রায় ১,৮০০ সৈন্য সৌদি আরবে মোতায়েন করা হবে।
এ ব্যাপারে নিরাপত্তা বিশেষজ্ঞ, কুয়ালালামপুরে মালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সৈয়দ মাহমুদ আলী বলেন, এবার বেশ প্রকাশ্যেই এই প্রতিরক্ষা চুক্তির কথা বলা হলো এবং এর একটা আনুষ্ঠানিক রূপও দেয়া হচ্ছে।
তবে তিনি বলেন, বাংলাদেশ থেকে বেশ বড় একটা সেনাদল এর আগেও সৌদি আরবে ছিল।
কুয়েতকে ইরাকের দখল থেকে মুক্ত করার জন্য ১৯৯১ সালে যখন মাকির্ন নেতৃত্বাধীন কোয়ালিশন সৌদি আরব থেকে ইরাকে অভিযান চালায়, তখন বাংলাদেশের সশস্ত্র বাহিনীরও সেখানে উপস্থিতি ছিল। তবে তাদের ভ‚মিকা ছিল সৌদি সামরিক এলাকাগুলো ইরাকি হামলার হাত থেকে রক্ষা করা।
বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ড. আলী বলেন, তার মতে বাংলাদেশ হয়তো আগ্রাসী কোন ভ‚মিকা পালন করতে চাইবে না, কিন্তু প্রতিরক্ষামূলক ভ‚মিকা অবশ্যই পালন করতে আগ্রহী হবে।
তবে তিনি বলছেন, ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের সেনাদের জন্য এর গুরুত্ব মোটেও কম নয়।
তিনি বলেন, ‘যে কোনো সশস্ত্র বাহিনীর মূল দায়িত্ব হলো যুদ্ধের প্রস্তুতি নেয়া। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী স্বাধীনতার পর তেমন কোনো যুদ্ধের অভিজ্ঞতা পায়নি। এক দিক থেকে এটা সুসংবাদ যে তাদের যুদ্ধ করতে হয়নি, তবে যে কোন পেশাদারি বাহিনীকেই যুদ্ধের প্রস্তুতি নিতে হয়।’
‘শান্তিকালীন প্রস্তুতি যতটাই ভালো হোক না কেন তার সাথে সত্যিকার বাস্তব যুদ্ধের অভিজ্ঞতার কোন তুলনা হয় না।’
‘সে কারণেই প্রকৃত যুদ্ধ বা রণাঙ্গনের আশেপাশে থেকেও যদি একটা ‘অপারেশনাল’ বা ‘প্রায়-যুদ্ধ পরিস্থিতি’র অভিজ্ঞতা হয় – সেটাও সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য খুবই গুরুত্বপূণর্।
ড. সৈয়দ মাহমুদ আলীর মতে সৌদি আরব যেহেতু মুসলিম বিশ্বের একটি নেতৃস্থানীয় রাষ্ট্র, তাই বাংলাদেশের সঙ্গে এ চুক্তি বাস্তবায়িত হলে দু’দেশের সম্পকর্ ঘনিষ্ঠতর হবে। শুধু কূটনৈতিক ক্ষেত্রেই যে বাংলাদেশ সৌদি আরবের সমথর্ন আশা করতে পারে তাই নয়, জ্বালানি-আমদানিকারক একটি দেশ হিসেবেও ভবিষ্যতে সৌদি আরবের দিক থেকে সহানুভ‚তিশীল আচরণ আশা করতে পারে।
তবে এ ক্ষেত্রে একটা প্রশ্ন উঠতে পারে। এ পযর্ন্ত রাজনৈতিক দিক থেকে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে একটা ভারসাম্যের নীতি নিয়ে চলেছে। কিন্তু সৌদি আরবের ব্যাপারে সাম্প্রতিক কালে মধ্যপ্রাচ্যে একটা মেরুকরণ হয়েছে। সেখানে বিভিন্ন মেরুতে অবস্থান নিয়েছে সৌদি আরব, কাতার, ইরান বা তুরস্কের মতো দেশগুলো।
ফলে বাংলাদেশ মধ্যপ্রাচ্যে এতদিন যে ভারসাম্য রেখে চলছিল – সৌদি আরবের সাথে সামরিক চুক্তিতে সেই ভারসাম্য কি নষ্ট হতে পারে?
এ প্রশ্ন করলে সৈয়দ মাহমুদ আলী বলেন, ‘ব্যালান্সের কথা যদি আমরা বলি তাহলে ইতিবাচক-নেতিবাচক সব দিক বিচার করে দেখতে হয়, কি করলে দেশের লাভ হবে এবং ক্ষতি সবচেয়ে কম হবে।’
‘এটা অনেকটা নিভর্র করবে বাংলাদেশি সৈন্যরা কি ভ‚মিকা পালন করে এবং তারা ইয়েমেনে বা অন্য কোনো সংঘাতে জড়িয়ে পড়ে কিনা তার ওপর।’
‘তবে এ মুহূতের্ বাংলাদেশি সৈন্যরা যদি শুধু সীমান্ত এলাকায় প্রতিরক্ষামূলক কাজে নিযুক্ত হনÑ তাহলে এর একটা সুফল হতেও পারে।’
কিন্তু এর ফলে কি ‘মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বাংলাদেশ সৌদি আরবের সাথেই আছে’Ñ এমন একটা ছাপ বাংলাদেশের গায়ে একটা ছাপ লেগে যাবে না?
এ প্রশ্নের জবাবে ড. আলী বলেন, এটা প্রতিটি দেশের ক্ষেত্রেই হয়।
‘তবে মধ্যপ্রাচ্যে কাতার ছাড়া সুন্নিপ্রধান দেশগুলো এক দিকে, আর ইরান এবং সুন্নি-সংখ্যাগরিষ্ঠ নয় এমন দেশগুলো আরেক দিকে। তুরস্ক সম্প্রতি একটা মধ্যবতীর্ অবস্থান নিয়েছে, তবে তার কারণ অন্য।’
‘বাংলাদেশ হয়তো একটা হিসাব-নিকাশ করেছে যে এর ফলে কি সুযোগসুবিধা পাওয়া যাবে, এবং নেতিবাচক দিকগুলোই বা কি হবে। হয়তো ইতিবাচক দিকগুলোই বেশি বলে তারা মনে করেছে।’ কিন্তু বাংলাদেশ যদি সত্যিকার যুদ্ধ-সংঘাতে জড়িয়ে পড়ে – তাহলে অবশ্যই পরিস্থিতির একটা পরিবতর্ন হবে বলেন সৈয়দ মাহমুদ আলী। বিবিসি বাংলা
‘আপনার এখানে সব পলিথিন ব্যাগ পাওয়া যায়?’ ‘হুঁ, কোনটা চান! সব ধরনের আছে।’ ‘হাতলওয়ালাও আছে? ধরে বহন করা যায়?’ ‘হ আছে, এই যে, কোন সাইজ লাগব?’ ‘এগুলো না নিষিদ্ধ!’ ‘হ।’ ‘তাহলে বিক্রি করেন কেন?’ ‘... বিস্তারিত
পদ্মা সেতুতে বসেছে আরেকটি স্প্যান। আজ বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর ষষ্ঠ স্প্যান বসানো হয়েছে। ১৫০ মিটার দৈর্ঘ্যর এই স্প্যান ভাসমান ক্রেন দিয়ে বসানো হয়। এই স্প্যান বসানো... বিস্তারিত
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটে বিজয়ের পর নব-নির্বাচিত এম পি মন্ত্রীদের স্বপথ গ্রহন অনুষ্ঠান শেষ হতে না হতেই শুরু হলো নারী সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন পাওয়ার দৌড়-ঝাপ। এ দৌড়-... বিস্তারিত
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস ফর এমপ্লয়মেন্ট প্রোগ্রাম প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে ৫,০২,০০০/- পাঁচলক্ষ দুই হাজার জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে তাদ... বিস্তারিত
: ০০:২২, আগস্ট ১০, ২০১৮ |সর্বশেষ আপডেট: ০৯:১৭, দেশে শিক্ষার বিস্তার ঘটেছে। বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও। এর মধ্যেও এক শ্রেণির শিক্ষকের দুঃখ ঘুচছে না কিছুতেই। অবিশ্বাস্য মনেহলেও সত্য, এ... বিস্তারিত
মিসরের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এমন এক গাড়ির নক্সা বা ডিজাইন তৈরি করতে সমর্থ হয়েছে যার মূল জ্বালানি বাতাস। গাড়িটি চলবে বাতাসে। হেলওয়ান বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র এই গাড়ির ডিজাইন করে। দেশ... বিস্তারিত
৪২ ঘণ্টা ১৩ মিনিটের পথ পেরোতে লাগল প্রায় চার বছর! ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপট্টনম থেকে উত্তর প্রদেশের গোরখপুর পর্যন্ত দূরত্ব ১ হাজার ৩২৬ কিলোমিটার। এই দূরত্ব পার হতে সাধারণত ৪২ ঘণ্টা ১৩... বিস্তারিত
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল দুপুরে নগরের সাহেববাজার এলাকায়। ছবি: দীপু মালাকারআচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি... বিস্তারিত