সর্বশেষ
Sat. Apr 27th, 2024

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপির) আরও ৬৩ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছেন। আজ বুধবার বেলা দেড়টার দিকে তাঁদের নিরস্ত্র করে টেকনাফের হোয়াইক্যং এলাকায় বিজিবির সীমান্ত ফাঁড়িতে আনা হয়েছে।

এর আগে দুপুরে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে তাঁরা দেশে ঢুকে পড়েন। এ নিয়ে মিয়ানমার বর্ডার গার্ডের মোট ৩২৭ সদস্য আজ পর্যন্ত দেশে ঢুকেছেন।

আজ বেলা দেড়টার দিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত ফাঁড়ির সামনে গিয়ে দেখা যায়, বিজিবি সদস্যদের পাহারায় মিয়ানমারের বিজিপির সদস্যরা বাংলাদেশ অংশে প্রবেশ করছেন। আশপাশে শত শত লোকজনের ভিড়।

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি ও উখিয়া সীমান্তে গুলির শব্দ কমায় কিছুটা স্বস্তি

নাইক্ষ্যংছড়ি ও উখিয়া সীমান্তে গুলির শব্দ কমায় কিছুটা স্বস্তি

মিয়ানমারের বিজিপির সদস্যদের বেশ কয়েকজনের গায়ে ইউনিফর্ম রয়েছে। কয়েকজন রয়েছেন হাফপ্যান্ট পরিহিত। বেশির ভাগেরই হাত ও পায়ে কাদার দাগ।

এর আগে গত সোম ও মঙ্গলবার ২৬৪ জন মিয়ানমার বর্ডার গার্ডের সদস্য বাংলাদেশে ঢুকেছেন।

বর্তমানে তাঁরা বিজিবির হেফাজতে রয়েছেন। তাঁদের মিয়ানমারে পাঠানোর বিষয়ে সরকারের আলোচনা চলছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *